‘ভাইয়াকে চিনতে খুব কষ্ট হয়েছে। এভাবে আজ ভাইয়াকে দেখতে হবে ভাবিনি। ভাইয়ের পুরো শরীর রক্তাক্ত ও পোড়া।’
রবিবার রাতে রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণে আহত মো. ইমরান হোসেনের বোন আইরিন বিলাপ করে এ কথাগুলো বলেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, ইমরানের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক।
গণমাধ্যমকে আইরিন বলেন, মগবাজারের একটি প্রতিষ্ঠানে দুই বছর ধরে সেলসম্যান হিসেবে কর্মরত। ভাইয়া তিন বছর আগে বিয়ে করেছেন। আমরা মগবাজারেই থাকি। ভাইয়া থাকেন শান্তিনগরে। প্রতিদিনের মতো আজও ভাই সকালেই বেরিয়ে পড়েছিল। আমরা আজ শান্তিনগরের বাসাতেই ছিলাম। কিন্তু তার আর ফেরা হলো না। খবর পেলাম ভাই দগ্ধ হয়েছে। ঢামেক বার্ন ইউনিটে ভর্তির খবরে ভাবি তামান্না ও মাসহ ছুটে এসেছি।
তিনি তার ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পাশেই স্ত্রী তামান্না বার বার মুর্ছা যাচ্ছিলেন আর বিলাপ করছেন স্বামীর জন্য।
প্রসঙ্গত, এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় তিনতলা ভবনের নিচতলায় ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে এ পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজনের। এ ঘটনায় দগ্ধ ও আহতদের মধ্যে ১৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রত্যেকের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন