রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা। বাধ্য হয়ে সাধারণ ওয়ার্ডকে করোনা বিশেষায়িত করতে হচ্ছে। পাশাপাশি চিকিৎসক সংকট দেখা দিয়েছে। তবে সেই সংকট কাটাতে এক যোগে এই হাসপাতালে ১০২ জন চিকিৎসককে পদায়ন করা হয়েছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে চিকিৎসকদের পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, এই চিকিৎসকরা যোগ দিলে করোনা মোকাবিলা সহজ হবে। যারা এখন অতিরিক্ত শ্রম দিচ্ছেন, তাদের কিছুটা পরিশ্রম কমে আসবে। এছাড়া গতি ফিরবে অন্য চিকিৎসায়। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতাল থেকে এই চিকিৎসকদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পদায়ন করা হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৪টি করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন ২৫২ জন চিকিৎসক, ৫৮০ জন নার্স ও ১৫২ জন স্বাস্থ্যকর্মী।
বিডি প্রতিদিন/আবু জাফর