২৮ জুলাই, ২০২১ ১৪:৩০

করোনায় মৃতদের দাফন-সৎকার করায় কোয়ান্টামের স্বেচ্ছাসেবীরা পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

করোনায় মৃতদের দাফন-সৎকার করায় কোয়ান্টামের স্বেচ্ছাসেবীরা পুরস্কৃত

করোনায় মৃতদের দাফন-সৎকার করায় কোয়ান্টামের ৭৬ জন স্বেচ্ছাসেবীকে প্রধানমন্ত্রী প্রণোদনা উপহার তুলে দেন রাজশাহী সিটি মেয়র

করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির মরদেহ দাফন-সৎকার কাজে নিয়োজিত কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহীর ৭৬ জন স্বেচ্ছাসেবীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রণোদনা উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর আড়াইটায় নগর ভবনের সিটি হলরুমে প্রধান অতিথি হিসেবে প্রণোদনার অর্থ বিতরণ করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রত্যেককে ১০ হাজার করে টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন কোয়ান্টাম ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ডা. মঞ্জুরুল হক ও প্রফেসর ড. শহিদুল আলম। স্বাগত বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, সচিব মশিউর রহমান, কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক কায়সার পারভেজ প্রমুখ।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর