বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস ও অনলাইনে গবাদি পশু কেনা বেচার মাধ্যম বিক্রয় ডট কম, ফ্ল্যাগশিপ কোরবানি ক্যাম্পেইন 'বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার'-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সম্প্রতি একটি ওয়েবিনার সেশনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ওয়েবিনারে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন, বিক্রয় ডট কম-এর কর্পোরেট সেলস লিড সঞ্জয় বিশ্বাস এবং মিনিস্টার গ্রুপ-এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া। ওয়েবিনারটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিক্রয় ডট কম-এর সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং হুমায়রা শারমিন্দ আলম।
গ্রাহক প্রতিযোগিতার প্রথম ৩ জন ভাগ্যবান বিজয়ীরা হলেন যথাক্রমে - তারেক হোসেন, মোসা. মিতু খাতুন এবং হৃদয় ইসলাম বিজয়।
অপরদিকে, বিক্রেতাদের প্রতিযোগিতার ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক কোরবানি পশুর বিজ্ঞাপনদাতা মেম্বার, এবং যেসকল মেম্বার বিজ্ঞাপনে সবচেয়ে বেশি ভিউ এবং রেসপন্স পেয়েছেন তাদের মধ্য থেকে ৩ জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়।
মেম্বার প্রতিযোগিতার ৩ জন ভাগ্যবান বিজয়ীরা হলেন যথাক্রমে - আয়াত ডেইরি ফার্ম-এর উদ্যোক্তা মোঃ রুবেল, কারুধারা ফার্মস-এর উদ্যোক্তা দেওয়ান মোঃ আখতার হোসেন, এবং মনি ডেইরি ফার্ম-এর উদ্যোক্তা মোঃ আনোয়ার হোসেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত