বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। পুলিশের অতিরিক্ত আইজপি (এঅ্যান্ডআই) ড. মাইনুর রেজা চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ওসি নুরুল ইসলামের বদলির জন্য জারি করা প্রজ্ঞাপনে বুধবার স্বাক্ষর করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘আগামী ২৫ আগস্টের মধ্যে তাকে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। ২৫ আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে ২৬ আগস্ট থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবে। জনস্বার্থে তাকে বদলি করা হলো।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ