রাজধানীসহ সারাদেশে আজ শুক্রবার পালিত হচ্ছে পবিত্র আশুরা। করোনা (কোভিড-১৯) পরিস্থিতির কারণে এবার রাজধানী ঢাকাসহ দেশব্যাপী সীমিত পরিসরে পালিত হচ্ছে দিনটি।
আজ সকাল ১০টার দিকে রাজধানীতে সীমিত আকারে তাজিয়া মিছিল বের করা হয়। হোসেনি দালানের উত্তর গেট দিয়ে মিছিল শুরু হয়। দালান প্রাঙ্গণের এই মিছিলে উড়ানো হয় কালো-লাল-সবুজের নিশান।
আয়োজন ‘সীমিত’ পরিসরে হলেও, সীমিত ছিল না আগত মানুষের শোক। হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইনকে (রা.)।
দালান প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ ছিল শোকার্ত মানুষে। মিছিলে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা বুক চাপড়িয়ে ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ মাতম তোলেন। তাদের মাতমে এ সময় চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠে।
এ সময় অনেকেই ইমাম হোসাইন (রা.)-এর প্রতীকী সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেইসঙ্গে নিজ পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন। অনেকেই মুরগি, কবুতর ও দুধ সদকা দিয়েছেন ইমামবড়ায়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ