গাজীপুরে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত এক অটোরিকসার চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মাঝুখান রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. রফিক (৪৫)। তিনি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানাধীন পানহাটা এলাকার সোয়াব আলী ফকিরের ছেলে।
জিআরপি নরসিংদী ফাঁড়ির এস আই ইমায়েদুল জাহেদী জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানাধীন মাঝুখানের ভাড়া বাসায় থেকে এলাকায় সিএনজি চালিত অটোরিকসা চালাতেন রফিক। আজ বৃহস্পতিবার সকাল পৌণে ১০টার দিকে অটোরিকসাটি নিয়ে রফিক মাঝুখান রেলগেট এলাকায় ঢাকা-চট্রগ্রাম রেলরুট পার হচ্ছিলেন।
তিনি আরও বলেন, এসময় ঢাকাগামী সিলেট মেইল ট্রেন ওই অটোরিকসাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকসাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক রফিক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত