বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় নবনির্মিত বিমানবন্দর থানা ভবনে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
বিমান বন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক, অতিরিক্ত উপ-কমিশনার মো. ফারুক হোসেন, এবং ট্রাফিক বিভাগের প্রতিনিধিসহ থানার সকল কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ নেতৃবৃন্দ এবং কমিউনিটি পুলিশিং সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার আগত ভূক্তভোগী জনসাধারণের বিভিন্ন ধরনের সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন।
বিডি প্রতিদিন/আল আমীন