তেতুলিয়া নদীর ভাঙ্গনরোধে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুর গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় নদীর তীরে ওই গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় শতাধিক নারী পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন চিত্র শিল্পী ও লেখক সাইফুল্লা নবীন। তিনি বলেন, তেতুলিয়া নদীর ভাঙ্গনে ইতোমধ্যে স্থানীয় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও ভাঙ্গনের হুমকিতে রয়েছে সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কৃষি জমি, বাগান ও বসত বাড়ি সহ অন্যান্য স্থাপনা।
তিনি অবিলম্বে তেতুলিয়া নদীর ভাঙ্গনের কবল থেকে সাদেকপুর গ্রামবাসীকে রক্ষায় প্রশাসনের জোরালো পদক্ষেপ কামনা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর