২৪ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৩২

‘রাজধানীতে সাড়ে ৩ হাজার মাদক কারবারি রয়েছে’

অনলাইন ডেস্ক

‘রাজধানীতে সাড়ে ৩ হাজার মাদক কারবারি রয়েছে’

ইনসেটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সংবাদ সম্মেলন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, রাজধানী ঢাকাতেই সাড়ে তিন হাজারের মতো মাদক কারবারি রয়েছে। আজ শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের ঢাকা বিভাগের প্রধান ও অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আগেও মাদক কারবারিদের তালিকা তৈরি করেছিল। সম্প্রতি এ তালিকা হালনাগাদ করা হয়েছে। এখন মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করা হবে।

ফজলুর রহমান আরও বলেন, ‘২১ আগস্ট বনানী ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম আইসসহ ১০ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গুলশান, ভাটারা, কুড়িল ও রমনা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।’

‘তাদের কাছ থেকে ৫৬০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১ হাজার ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজধানীর ভাটারা, গুলশান ও রমনা থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জাকারিয়া(৩২), তারেক(৫৫), সাদ্দাম(৩১), শহিদুল(৪৮) ও জসিম(৫০)।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর