২৮ সেপ্টেম্বর, ২০২১ ২০:২০

৫০ টাকায় টিকার রেজিস্ট্রেশন!

ময়মনসিংহ প্রতিনিধি

৫০ টাকায় টিকার রেজিস্ট্রেশন!

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ৩২ নং ওয়ার্ডে গণটিকা কার্যক্রমে ৫০ টাকায় রেজিস্ট্রেশন করে টিকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সার্ভার সমস্যার কারণে টিকা কেন্দ্রের বাহিরে কয়েকটি দোকানদারের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে।

এমন অভিযোগের সত্যতা আছে জানিয়ে ৩২ নং ওয়ার্ড টিকাদান কেন্দ্রের স্বেচ্ছাসেবক রানা মিয়া বলেন, ‘আমরা কাউকে বলিনি বাইরের দোকান থেকে টিকা রেজিস্ট্রেশন করতে। সার্ভার সমস্যার কারণে রেজিস্ট্রেশন করতে দেরি হয়। এমন সুযোগে অসাধু ব্যবসায়ীরা রেজিস্ট্রেশন করে জনপ্রতি ৫০ টাকা করে নিয়েছে।’

জানা যায়, ওই কেন্দ্রে টিকা নিতে আসা বেশির ভাগই বৃদ্ধা নারী। টিকাদান কেন্দ্রে সার্ভার সমস্যার কথা শুনে অনেকেই বাইরের দোকান থেকে টিকা নিবন্ধন করে নিয়ে আসছেন ৫০ টাকায়। 

টিকা নিতে আসা কুড়ের পাড় এলাকার বৃদ্ধা জরিনা বেগম জানান, ‘আমরা জানি টিকা নিতে টাকা লাগে না। তবে এখানে এসে জানতে পারি সমস্যা চলছে। পরে আবারও বাড়িতে গিয়ে ৫০ টাকা এনে ফারুকের দোকান থেকে নিবন্ধন করেছি।’ 

একই এলাকার নাছির উদ্দিনের স্ত্রী ফিরুজা বেগম বলেন, আমিও বাইরের দোকান থেকে ৫০ টাকায় রেজিস্ট্রেশন করে টিকা নিয়েছি।

সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল হক মন্ডল বলেন, ‘সার্ভার সমস্যার কারণে টিকা রেজিস্ট্রেশনে কিছুটা দেরি হয়। ওই সময়ে যারা ধৈর্য্য ধরতে পারেনি তারাই বাহিরে গিয়ে ৫০টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছে।’

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর