রাজধানীর মিরপুরে নিখোঁজ চার মেয়েশিশুর মধ্যে দুই শিশুকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত রাতে সদরঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানাবে ডিবি পুলিশ বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।
এর আগে, গত শুক্রবার বিকেলে মিরপুরের জনতা হাউজিং এলাকা থেকে দুই শিশু ও ২৯ সেপ্টেম্বর আনসার ক্যাম্প এলাকা থেকে দুই শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় দু’টি জিডি করা হয়। জানা গেছে, মিরপুরের জনতা হাউজিং থেকে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজন গৃহকর্মী। নিখোঁজ দুই শিশু হলো রোদেশী বিশ্বাস (১৪) ও গৃহকর্মী মেরিলা (১৩)। রোদেশী একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী।
এছাড়াও গত ২৯ সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে নিখোঁজ হয় আরও দুই মেয়েশিশু। তাদের একজনের বয়স ১০ বছর। আর অন্যজনের বয়স ১৩ বছর। তারা দু’জনেই প্রতিবেশী।
বিডি-প্রতিদিন/শফিক