রাজধানীর গুলশান-২ নম্বরে পিংক সিটির পাশের ছয়তলা একটি ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করেন।
এরপর দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ৬ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সদর দফতরের ডিউটি অফিসার মাহমুদুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গুলশান-২ এর ১০৩ নম্বরের ৩৮ নম্বর ৬ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। এসি বিস্ফোরিত হয়ে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভিডিওটি নেশাত আনজুমের ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
বিডি প্রতিদিন/আবু জাফর