২৮ অক্টোবর, ২০২১ ১৮:১৫

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ঘটনাস্থলে লোকজনের সমাগম।

গাজীপুর মহানগরীর টঙ্গীর বউবাজার এলাকায় চলন্ত ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার (৫০) মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বউবাজার এলাকায় রেল ক্রসিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে।

যানা যায়, ঢাকাগামী ট্রেনটি বউবাজারের ওপর দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি তাড়াহুড়া করে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এসময় ট্রেনের সামনে ধাক্কা খেয়ে রেল লাইনের ওপর ছিটকে পড়েন। পরে চলন্ত ট্রেনের চাকায় তার মাথার এক অংশ থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন।

এলাকাবাসী ও বাজারের দোকানদাররা জানিয়েছে, দুর্ঘটনাকবলিত স্থানে প্রায়ই এমন ঘটনা ঘটে থাকে। রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব না দেওয়ায় সেখানে কোনো রেলগেট তৈরি হয়নি। ফলে প্রায়ই বউবাজারের এই এলাকাটিতে ট্রেনে কাটা পড়ে অনেক মানুষ মারা যায়।

এ ব্যাপারে টঙ্গী রেল জংশনের স্টেশন মাস্টার বলেন, বউবাজার রেল গেটে নিরাপত্তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর