গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এএসএম কেমিক্যাল লিমিটেড নামের কারখানায় ভয়াবহ আগুনে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে কারখানার বিভিন্ন যন্ত্রপাতি, প্লান্টে থাকা মেশিনপত্রসহ কেমিক্যাল সামগ্রী বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।
প্রত্যক্ষদর্শী, কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক ও নিরাপত্তা প্রহরীরা জানান, বুধবার সন্ধ্যায় এএসএমস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানার এসবিপি প্লান্টে থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পাশের সেডগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। তখন আগুনের লেলিহান শিখায় আশপাশে আতঙ্কিত পরিবেশ তৈরি হয়।
কারখানার সিনিয়র ব্যবস্থাপক (এডমিন) রেজাউল করিম জানান, কারখানায় দুপুর ২টা থেকে রাত ১০টার শিফটের কাজ চলছিল। এসময় ৫৫ থেকে ৫৬জন শ্রমিক বিভিন্ন প্লান্টে দায়িত্বরত অবস্থায় ছিল। আগুনের সূত্রপাত দেখে তারা নিরাপদেই দ্রুত সরে আসেন। এখনো কারো নিখোঁজের খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ