প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে কর্ণফুলী মাল্টিপারপাস সমিতির সম্পাদক লাকী আক্তারকেও গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বুধবার দুপুর ১টায় টাঙ্গাইল থেকে জসিম উদ্দিনকে গ্রেফতার করে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। এছাড়া কর্ণফুলী মাল্টিপারপাস সমিতির সম্পাদক লাকী আক্তারকেও গ্রেফতার করা হয়।
সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম আরও বলেন, গ্রেফতারদের কাছ থেকে অস্ত্র, মাদক, জাল টাকা, দু’টি দামি গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ২৫ অক্টোবর মিরপুরে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের এমডি শাকিল আহমেদসহ ১০ জনকে আটক করে র্যাব। ওইদিন দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বরে অবস্থিত নান্নু মার্কেটে অবস্থিত কর্ণফুলী মাল্টিপারপাসের কার্যালয় ঘেরাও করেন শতাধিক গ্রাহক। পরে আলোচনার কথা বলে কয়েকজন গ্রাহককে ওই কার্যালয়ের একটি কক্ষে নিয়ে মারধর করার অভিযোগ করেন ভুক্তভোগীরা।
বিডি প্রতিদিন/আবু জাফর