দেশি-বিদেশি নারী ও শিশুদের ব্ল্যাকমেইলের অভিযোগে রাজধানীতে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতার ব্যক্তির নাম মো. বোরহান উদ্দিন ওরফে তানজিম।
পুলিশ বলছে, পরিচয় গোপন করে ইনস্টাগ্রামে ফেক আইডি খুলে আন্তর্জাতিক চাইল্ড পর্নোগ্রাফি গ্রুপে যুক্ত তিনি। নানা কায়দায় মেয়ে শিশুদের (১৮ বছরের কম) নগ্ন ছবি নিতেন তিনি। এরপর সেগুলো পোস্টের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন। অনেক সময় কথা মতো না চললে ওসব ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করতেন।
গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাইবার ক্রাইম বিভাগের ই-ফ্রড ইউনিটের সহকারী পুলিশ কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা।
তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ওই ফোনে বিতর্কিত ইনস্টাগ্রাম আইডিটি সচল অবস্থায় ছিল। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে বোরহান উদ্দিন ওরফে তানজিমকে দুই দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।
এসি সুরঞ্জনা সাহা জানান, বিভিন্ন অনলাইন রুটিন মনিটরিংয়ের সময় ১ নভেম্বর ইনস্টাগ্রামের একটি আইডি থেকে আন্তর্জাতিক চাইল্ড পর্নোগ্রাফি গ্রুপে যুক্ত হওয়া একজনের সন্ধান পাওয়া যায়। ওই ইনস্টাগ্রাম আইডিটি পর্যালোচনা করে দেখা যায়, আইডিটি ভুয়া। ওই ভুয়া ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারী নিজের পরিচয় গোপন করে আন্তর্জাতিক চাইল্ড পর্নোগ্রাফি গ্রুপে যুক্ত হয়ে দেশি-বিদেশি নারী ও শিশুদের ব্ল্যাকমেইলসহ হুমকি প্রদান করছেন। পরে তার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বোরহান উদ্দিন ওরফে তানজিম নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ