ডিজেলের দাম বৃদ্ধির কারণে আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন রাজশাহীর পরিবহন মালিক-শ্রমিকরা। আজ বৃহস্পতিবার দুপুরে তারা এ ঘোষণা দেন। ২৪ ঘণ্টার মধ্যে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান তারা।
রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী জানান, জ্বালানি তেলের যে অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে, তাতে বাস চালানো কঠিন হবে। ফলে শুক্রবার সকাল থেকে বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব বলেন, হঠাৎ করে ডিজেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি এবং এর সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া বৃদ্ধির বিষয়টি সুরাহা করা হয়নি। এ কারণে শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যেতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগ ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
একই দাবিতে পণ্য পরিবহন না করতে সিদ্ধান্ত নিয়েছে ট্রাক, কাভার্ডভ্যান মালিক সমিতি। সংগঠনটির রাজশাহী জেলা সভাপতি সাদরুল ইসলাম জানান, আগে যে টাকায় তারা পণ্য পরিবহন করেছেন, এখন সেটি সম্ভব নয়। ভাড়া বাড়বে। কিন্তু সরকার এখনও ভাড়ার বিষয়টি সমাধান না করায় তারা সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর