রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দাম ঊর্ধ্বমুখী। বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকার ওপরে। শীতের সবজি বাজারে এলেও তুলনামূলক দাম কমছে না বলে অভিযোগ ক্রেতাদের।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী পণ্যপরিবহন ধর্মঘটে সরবরাহে প্রভাব পড়েনি রাজধানীর কাঁচাবাজারে। শুক্রবার ভোররাতের মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য চলে আসায় সংকট না হলেও সব সবজির দাম ঊর্ধ্বমুখী। তবুও দাম ঊর্ধ্বমুখী।
রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকার ওপরে। শসার দাম ৪০-৫০ টাকা কেজি। পটল, বেগুন, করলা, চিচিঙ্গা ৫০-৬০ টাকা, কাঁচামরিচ, ধনে পাতা ২০০ টাকা, লাউ প্রকার ভেদে ৫০-৬০ টাকা, আলু ২৫ টাকা, পিয়াজ ৬০-৬৫ টাকা।
এদিকে কেজিতে ৩০-৫০ টাকা কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে মাছ বাজারে। আগের দামেই বিক্রি হচ্ছে সব প্রজাতির মাছ। মাস খানেক ঊর্ধ্বমুখী থাকলেও কমতির দিকে মুরগির দাম। ব্রয়লার কেজি ১৭০ ও সোনালি বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজিতে।
বিডি প্রতিদিন/হিমেল