নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচনী সহিংসতায় যাদের হত্যা করা হয় সেই লোকটার দীর্ঘশ্বাস তার স্ত্রী সন্তানের দীর্ঘশ্বাস আপনাদের সবাইকে কিন্তু তাড়া করে মারবে। আমাকেও কিন্তু বাদ দিবে না। আল্লাহর দোহাই আপনাদের কাছে আমার অনুরোধ কারো দীর্ঘশ্বাস আপনারা বহন করবেন না।
শুক্রবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলানায়তনে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, ঝুকিপূর্ণ কেন্দ্রে আমি বিজিবি, র্যাব, পুলিশ পর্যাপ্ত পরিমাণে নিয়োগ করেছি, আপনাদের পিটানোর জন্য নয় আপনাদের উপর গুলি চালানোর জন্য নয়। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ নষ্ট করতে আসে তাহলে তাকে যেন প্রতিহত করতে পারি। আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাকে সহযোগিতা করেন। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমি কাউকে কোনো অবস্থাতেই ছাড় দিবো না। আমি কারো দীর্ঘশ্বাস নিতে চাই না।
এ সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন সদরের ৬টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেয়া সকল চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা।
বিডি প্রতিদিন/হিমেল