গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে টিনশেডের ঝুট গুদাম এবং ঝুট পুড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ মিয়া জানান, শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ির কাঠালতলা এলাকায় খোকন মিয়ার ঝুট গুদামে থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে পাশে থাকা আরো কয়েকটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ২টি, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি এবং ডিবিএল ফায়ার সার্ভিসের একটিসহ মোট ৫টি ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা আগুন নিভানো শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
তবে আগুন পুরোপুরি নেভাতে তারা রাতে ড্যাম্পিংয়ের কাজ করছিলেন। আগুনে গুদামে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল