রাজধানীর মিরপুরের কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে গুলি করা করা হয়েছে। গুলিবিদ্ধ সেই যুবক হলেন মো. সজীব হোসেন লিংকন (২৭)।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সজীব হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
আহত লিংকনের বাবা জিয়াউল হক জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতে জমির মালিকের ছেলে মোহাম্মদ আলী আমার ছেলেকে গুলি করে। তার পিঠে ও পায়ে গুলি লেগেছে। আমার বাসা মিরপুরের পূর্ব শেওড়াপাড়ায়। লিংকনের দুটি সন্তান রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাফরুল থেকে গুলিবিদ্ধ অবস্থায় লিংকন নামে এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তার পিঠে ও পায়ে গুলি লেগেছে। জরুরি বিভাগে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ