সাভারে ৬২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দুপুরে উপজেলার নবীনগর-সাভার মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার মো. রিয়াদ আহমেদ পাপ্পু (২৫) ও মো. রনি মিয়া (২২)।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন খবরের ভিত্তিতে দুপুরের দিকে নবীনগর-সাভার মহাসড়কে অভিযান চালিয়ে ৬২ কেজি গাঁজা, ১ টি পিকআপ, নগদ ৬৪০ টাকা ও ২ টি মোবাইলসহ দুইজনকে গ্রেফতার করে।
এ বিষয়ে র্যাব-৪ সিপিসি-২ এর কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে সাভার, ধামরাইসহ ঢাকা জেলার আশেপাশের এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করত। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/হিমেল