৪ ডিসেম্বর, ২০২১ ১৫:৫৯

এবার ব্যঙ্গচিত্র নিয়ে রাস্তায় নামবে শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

এবার ব্যঙ্গচিত্র নিয়ে রাস্তায় নামবে শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

নিরাপদ সড়কের দাবি, রাস্তায় চলমান অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড হাতে নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা এবার ব্যঙ্গচিত্র নিয়ে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন।

রাজধানীর রামপুরায় আন্দোলনরত শিক্ষার্থীরা এ নতুন কর্মসূচির ঘোষণা দেন। আগামীকাল রবিবার সড়ক অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মানববন্ধন করবেন শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে লাল কার্ড প্রদর্শনী কর্মসূচি শেষে নতুন এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া জানান, আজকের মতো আমাদের কর্মসূচি এখানেই শেষ। আমরা আবার আগামীকাল দুপুর ১২টায় রামপুরা ব্রিজের ওপর মানববন্ধন করব।

তিনি আরও জানান, মানববন্ধনে আমরা সড়কের অব্যবস্থাপনার সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের প্রতিবেদন চিত্র প্রদর্শন করব। এছাড়া আমাদের অভিভাবকসহ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আগামী রবিবারের আমাদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করার জন্য।

গত ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭) নিহত হয়। এ ঘটনার পর শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে সড়কে নেমে আসেন। এরপর গত ২৯ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নামে এক শিক্ষার্থী নিহত হন। পরদিন মঙ্গলবার সকাল থেকে সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলনে সরব হন শিক্ষার্থীরা।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর