সাভারের আশুলিয়ার পরকীয়ার জেরে কুয়েত এক প্রবাসীর স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক কুয়েত প্রবাসীর স্ত্রী ৬ বছরের সন্তান নিয়ে হারাধনের বাড়িতে ভাড়া থাকতেন। তার সঙ্গে দীর্ঘদিন ধরে হাসান নামে এক যুবকের প্রেমের সম্পর্ক চলছিল। কিন্তু এক পর্যায়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এ ঘটনার জের ধরে রাতে ওই গৃহবধূ ঘুমিয়ে পড়লে কৌশলে প্রেমিক হাসান ও তার লোকজন তাকে শ্বাসরোধে হত্যা করেন।
পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি। পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় আশুলিয়ার থানার একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ