খুলনা প্রেসক্লাবে সাবেক সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক সাহার ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে পেশাজীবি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
আজ শনিবার সকালে খুলনা প্রেস ক্লাবের শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন ও নিহতের পরিবারের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে খুলনা প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সিপিবি এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে।
জানা যায়, ২০০৪ সালে ১৫ জানুয়ারি চরমপন্থিদের বোমা হামলায় মানিক সাহা নিহত হন। খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত আওয়ামী লীগের মহানগর ও জেলা কমিটির সম্মেলন থেকে প্রেসক্লাবে যান। সেখানে কথা শেষ করে তিনি রিকশায় করে আহসান আহমেদ রোডের বাড়িতে যাবার সময় প্রেসক্লাবের অদূরে চরমপন্থিদের বোমা হামলায় নিহত হন।
২০১৬ সালে এ হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন সাজা দেন খুলনার দ্রুত বিচার আদালত। তবে মামলার তদন্তে দুর্বলতার কারণে মূল আসামিদের শাস্তি দেয়া যায়নি জানিয়ে মামলায় পুনঃবিচারের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা।
প্রয়াত মানিক সাহা মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক সংবাদ ও নিউএজ পত্রিকার খুলনা জ্যেষ্ঠ প্রতিবেদক, ইটিভি প্রতিনিধি ও বিবিসি বাংলার খন্ডকালীন সংবাদদাতা ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ