বরিশাল নগরীর নবগ্রাম রোড বটতলা এলাকায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শহীদ আলমগীর ছাত্রাবাস থেকে দেশীয় অস্ত্রসহ চার বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে আটক করা হয় তাদের। আজ শনিবার দুপুরে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
তারা হলেন, নগরীর গোরস্থান রোডের বাসিন্দা রাফসান তালুকদার, বটতলার আশ্রাফ সড়কের আজাদ সরদার, একই এলাকার ফুয়াদ আলম এবং গোড়াচাঁদ দাস রোডের মুমতাহিন রহমান।
শহীদ আলমগীর ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে জোর করে ছাত্রাবাসের কয়েকটি কক্ষ দখল করে বসবাস করছিলেন। ছাত্রাবাসে তাদের ভয়ে তটস্থ থাকতো সাধারণ শিক্ষার্থীরা। বিষয়টি পুলিশকে জানানো হলে ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান, দেশীয় ধারালো অস্ত্রসহ আটককৃকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন