বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মদিন উপলক্ষে বরিশালে আলোচনা সভা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা (উত্তর) বিএনপির ব্যানারে বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উত্তর জেলা বিএনপি’র আহবায়ক দেওয়ান মো. শহীদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল এবং সাবেক সহসভাপতি রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
পরে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষ্যে বিকেলে সদর রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে মহানগর বিএনপি।
বিডি প্রতিদিন/এএ