এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৬৫ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৯ জন। আগে ফেল করলেও খাতা পুনঃনিরীক্ষণে বোর্ডের তিনজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। জানা গেছে, করোনার কারণে দেড় বছর সরকারি ক্লাস না হওয়ায় ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয় তিনটি নৈর্বাচনিক বিষয়ে। রাজশাহী শিক্ষা বোর্ডের ৯ হাজার ৪৪৩টি বিষয় ভিত্তিক খাতা পুনঃনিরীক্ষার আবেদন জমা পড়ে। এ আবেদন করেছে ৮ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর প্রকাশিত ফল অনুযায়ী, রাজশাহী বোর্ডে ৯৪ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। এবার জিপিএ-৫ পেয়েছিল ২৭ হাজার ৯০৯ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন