২৩ জানুয়ারি, ২০২২ ১৪:৪১

মাস্ক ব্যবহার না করায় বরিশালে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মাস্ক ব্যবহার না করায় বরিশালে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বরিশালে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় মাস্ক ব্যবহার না করায় কয়েকজন পথচারীকে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাইয়ের নেতৃত্বে আজ রবিবার সকালে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। রাস্তাঘাটে বেশির ভাগ জনগণ মাস্ক না পরায় অসন্তোষ প্রকাশ করেন ভ্রাম্যমাণ আদালত। 

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই বলেন, অধিকাংশ জায়গায় স্বাস্থ্য সচেতনতায় মানুষের মধ্যে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। বেশীরভাগ মানুষ নানা অজুহাতে মাস্ক ব্যবহার করছেন না। আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা হচ্ছে।

করোনা সুরক্ষায় দেয়া হচ্ছে নানা দিক-নির্দেশনা। করোনা সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টি না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর