রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় হাবিবুল্লাহ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হাবিবুল্লাহ রাজবাড়ী পাংশা উপজেলার খাবাসপুর গ্রামের আসাদ আলী শেখের ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বাড্ডা বৌদ্ধমন্দির এর বিপরীত পাশে রাস্তায় দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল আলম জানান, খবর পেয়ে সকালে বাড্ডা বৌদ্ধমন্দিরের বিপরীত পাশের রাস্তা থেকে তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
নিহতের শ্যালক রাব্বি হাসান জানান, রাজবাড়ী পাংশা উপজেলার খাবাসপুর গ্রামের আসাদ আলী শেখের ছেলে হাবিবুল্লাহ। এক ছেলে ও স্ত্রীকে রাণীকে নিয়ে থাকতো মধ্য বাড্ডা ইউসেফ স্কুল সংলগ্ন একটি ভাড়া বাসায়। গতকাল রাতে সে বাসা থেকে বের হয়েছিল। সকালে তার দুর্ঘটনার খবর পান। কিভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন