জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর নেতৃত্বে ১৫ সদস্যের নতুন কমিটি।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের নতুন কমিটি এই শ্রদ্ধা নিবেদন করে।
অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা দেওয়া। তার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজকে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেটি করতে সফল হয়েছেন। এ কারণেই বঙ্গবন্ধুকে ৩২ নম্বরে শুধুমাত্র সম্মান প্রদর্শনের জন্যই ফুল দিলাম। করোনার প্রকোপ কমলে আমরা টুঙ্গিপাড়ায় গিয়ে তাকে সম্মান জানাবো।
এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের ন্যাশনাল কো-অর্ডিনেটর শাহানা পারভীন, স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ সহ আরও অনেকে।
উল্লেখ্য, গতকাল সোমবার অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীকে সভাপতি করে ১৫ জনের কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের নতুন কমিটি গঠন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বিডি প্রতিদিন/এএ