ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শ্রমিক দলের দুটি কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণে মো. সুমন ভূঁইয়াকে আহ্বায়ক ও মো. বদরুল আলমকে (সবুজ) সদস্য সচিব এবং ঢাকা মহানগর উত্তরে কাজী শাহ আলম রাজাকে আহ্বায়ক ও মো. কামরুল জামানকে সদস্য সচিব করা হয়েছে।
জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ