রাজধানীর গুলশানে বৈশাখী পরিবহনের একটি বাসের ধাক্কায় মোছা. রোকেয়া বেগম (৩৮) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুরের বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম দক্ষিণ বাড্ডার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শিল্পী বেগম বলেন, রাস্তা পার হওয়ার সময় বৈশাখী পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এসময় ওই নারীর সঙ্গে থাকা সাত বছরের সন্তান আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সে ভালো আছে। এছাড়া মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল