রাজশাহীর কাটাখালী পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আব্বাস আলীর নামে আরও দুটি মামলা হয়েছে। স্থানীয় শরিয়ত আলী ও সাইদুর রহমান বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে মামলা দুটি করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, মানহানির অভিযোগ এনে তারা মামলাটি করেছেন।
সিএমএম আমলী আদালতের বিচারক মো. মাসুদুজ্জামান তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করতে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গ্রেফতার হন সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আব্বাস আলী। এরপর তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়। ওইসব মামলায় তিনি এখন কারাগারে। এরপর বৃহস্পতিবার আরও দুটি মামলা হল। এ নিয়ে তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ৫টি।
বিডি প্রতিদিন/আবু জাফর