রাজশাহীর পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি গ্রাম থেকে আজ বৃহস্পতিবার পারুল বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে মিজানুর রহমানকে (২৬) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এছাড়াও আজ দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, নিহত পারুল বেগম রাজশাহী পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ি গ্রামে মৃত রেজাউল করিমের স্ত্রী। সকালে বাড়ির পাশের শিমের মাচানের নিচে পারুল বেগমের মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। এ সময় তারা পুঠিয়া থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। কিন্তু আপাতত বলা যাচ্ছে না ঠিক কিভাবে পারুল বেগমের মৃত্যু হয়েছে।
এজন্য দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর প্রতিবেশীরা জানিয়েছেন, নিহতের ছেলে মিজানুর মাদকাসক্ত। তাই তাকেও থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ ব্যাপারে আরও বিস্তারিত বলা যাবে। তবে এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান পুঠিয়া থানার এই পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/আবু জাফর