রাজধানীর হাজারীবাগ ও ধানমন্ডি এলাকার মাদক ব্যবসার অন্যতম হোতা মো. আব্দুল্লাহ মনির ওরফে পিচ্চি মনির ও তার সহযোগীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হাজারীবাগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একাধিক বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, হাজারীবাগ ও ধানমন্ডি এলাকার মাদক ব্যবসার অন্যতম হোতা মো. আব্দুল্লাহ মনিরসহ দুইজনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ