মূল্যস্ফীতির চাপে রাজধানীর সব বাসিন্দা। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত, নিম্ন উচ্চবিত্তদেরও এখন ত্রাহি অবস্থা। নিত্যদিনের খাদ্যপণ্যের চাহিদা মেটাতে সবাই হিমশিম খাচ্ছে। এর প্রভাব পড়েছে পুরো নাগরিক জীবনে। ফলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেলের লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। প্রতিদিন লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। যার ধারাবাহিকতায় এবার ভীড় সামলাতে টিসিবির ডিলার ফোন করলেন ৯৯৯-এ।
ঘটনাটি ঢাকার রামপুরার। সেখানে অন্যান্য দিনের মতো আজ বুধবারও নির্ধারিত সময়ের আগেই টিসিবির ট্রাকের অপেক্ষায় শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। ট্রাক আসতেই শুরু হয় হুড়োহুড়ি, পণ্য পেতে লাগামহীন কাড়াকাড়ি। কিন্তু ট্রাকে পণ্য যেটুকু ছিলো ক্রেতা তার চেয়ে বহুগুণে বেশি। ফলে বাড়তে থাকে হট্টগোল। অবস্থা বেগতিক দেখে ৯৯৯ এ ফোন দিয়ে জরুরি সহায়তা চান ডিলার। হাজির হয় পুলিশ। পরে অবস্থা বেগতিক দেখে পণ্য না দিয়েই রওনা দেয় টিসিবির ট্রাক।
এভাবে দেশে বিভিন্ন প্রান্তে শত শত মানুষ খাদ্যপণ্য কিনতে টিসিবির ট্রাকে লাইন ধরছেন প্রতিদিনই। দেখা যায়, একজন ক্রেতাকে এসব লাইনে কয়েক ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। দুই থেকে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তারা কাঙ্ক্ষিত পণ্য কিনতে পারেন, অনেক সময় পারেনও না। কেননা, ক্রেতাদের তুলনায় পণ্য কম। উল্লেখ্য, ঢাকাসহ সারা দেশে ৪৫০টি পয়েন্টে এখন ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি হয়। এর মধ্যে ঢাকা শহরসহ ঢাকা বিভাগে ১০১টি পয়েন্টে বিক্রি হয়। প্রতিদিন প্রতিটি ট্রাকে ৬০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি ডাল, ৫০০ কেজি চিনি এবং ৫০০ কেজি পিঁয়াজ বিক্রি করার কথা। একজন ক্রেতা সয়াবিন তেল দুই লিটার, চিনি ও মসুর ডাল।
বিডি-প্রতিদিন/শফিক