ভুঁইফোড় বিভিন্ন সংগঠন ও পদ পদবীবিহীন কর্মীদের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
গত মঙ্গলবার রাতে বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত স্বাক্ষরিত প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সময়ে দলীয় পদ পদবীবিহীন অনেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী ও স্থনীয় জনপ্রতিনিধিদের ছবি ব্যবহার করে ব্যানার, পোস্টার, ফেস্টন, লিফলেটের মাধ্যমে প্রচার প্রচারণার নামে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হয়েছে। এ ধরনের সুবিধাভোগী ব্যক্তিবর্গ তাদের নিজ স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টায় লিপ্ত আছেন।
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিগত দিনে চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে লিপ্ত অনেকে অটোরিক্সা ও মাহেন্দ্র শ্রমিক লীগের নামকরণ করে চাঁদাবাজির প্রচেষ্টা চালাচ্ছে। তাদের এরূপ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
আগামীতে এরূপ কোনো ব্যক্তি দলের নাম ব্যবহার করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানায় আওয়ামী লীগ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী ও স্থনীয় জনপ্রতিনিধিদের ছবি ব্যবহার করে ব্যানার, পোস্টার, ফেস্টু, লিফলেটের মাধ্যমে প্রচার প্রচারণার আগে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অনুমতি গ্রহণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন