রাজধানীর শাহবাগ এলাকা থেকে গাঁজাসহ পাঁচজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. মেহেদী মিরাজ, মো. হাসিব, মো. আরিফ, আনিতা আক্তার ও মিনু।
বুধবার (৬ এপ্রিল) গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি প্রতিরোধ টিমের প্রধান সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার পাঁচ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় আইগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ