বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র এক ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘স্বাধীনতার ৫১ বছর : আমাদের প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভা শেষে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন এবং প্রধান অতিথি ছিলেন এম. নাজিম উদ্দিন আল আজাদ। এসময় আরও বক্তব্য রাখেন এনডিপি’র মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, শেখ শাহ আলম, এটিএম মমতাজুল করিম, অধ্যাপক ড. জিনবোধি ভিকু, লায়ন এইচ.এম ইব্রাহিম ভূঁইয়া, ড. এ কে এম ওবায়দুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা মিনহাজউদ্দিন আহমেদ, সৈয়দা শাহী তাজ বারী, কৃষিবিদ মো. আসাদুজ্জামান দুলাল, ড. সালাউদ্দিন ভূইয়া নয়ন, রোকসানা আমিন সুরমা, লায়ন জেবিন সুলতানা কান্তা, মো. আতিকুর রহমান আতিক, কমান্ডার মোস্তফা কামাল, লায়ন ফয়সাল আহমেদ রাজ, আবুল কালাম আজাদ, শফিকউদ্দিন অপু, আনোয়ার হোসেন অপু, গোলাম ফারুক মজনু প্রমুখ।
অনুষ্ঠানে রত্নগর্ভা মা হিসেবে পারুল হোসেন বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র বিশেষ পদকে ভূষিত হন।
বিডি-প্রতিদিন/শফিক