বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর মহাসচিব জনাব ডা. ইহতেশামুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বিএমটিএর আহ্বায়ক ইলিয়াস হোসেন ইলু এবং সদস্য সচিব শামীম শাহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমটিএ’র যুগ্ম আহ্বায়ক ও স্বাধীনতা ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট পরিষদের সভাপতি এম কে পারভেজ।
বিডি প্রতিদিন/আরাফাত