রাজধানীর মিরপুরে উত্তর পীরেরবাগ এলাকার একটি টিনশেড বাসা থেকে লিপি খাতুন (৩৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী রিকশাচালক আফজালকে খুঁজে পাচ্ছে না পুলিশ। নিহত লিপির বাড়ি পাবনা আতাইকুলা উপজেলায়। রিকশাচালক আফজাল লিপির দ্বিতীয় স্বামী। তাদের ছয় বছরের একটি সন্তানও আছে।
আজ সোমবার ভোরে এসব তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রোকসানা আক্তার রুনা। তিনি জানান, রবিবার (১৭ এপ্রিল) দিবাঁগত রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উত্তর পীরেরবাগের একটি টিনশেড বাড়ি থেকে গৃহবধূ লিপির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় দাগ দেখা গেছে। এটি হত্যাকাণ্ড কিনা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ