সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের দাফন সম্পন্ন হয়েছে। গাজীপুরে তার দ্বিতীয় জানাজা শুক্রবার বাদ জুমা শহরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক মো: সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি এম এম নিয়াজ উদ্দিন, প্রয়াত অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুর করিম রনি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
বাদ আসর গাজীপুর সিটি করপোরেশনের সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে তার সবশেষ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ৭২ বছর বয়সী এ বিএনপি নেতা দীর্ঘদিন কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল