বরিশাল-ঢাকা নৌরুটে ঈদ উপলক্ষে লঞ্চের স্পেশাল ট্রিপ শুরু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে আসা লঞ্চগুলো বরিশাল নদী বন্দরে যাত্রী নামিয়ে ফের ঢাকার উদ্দেশে চলে যায়। যানবাহন সংকটের কারণে গভীর রাতে নদী বন্দরে বিপদগ্রস্ত মানুষকে নগরীর দুটি বাস টার্মিনালে পৌঁছে দিতে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছে সিটি কর্পোরেশন। এতে খুশি যাত্রী সাধারণ। জনদুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র। এদিকে যাত্রী সাধারণের সার্বিক নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
প্রতি বছর ঈদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষের জন্য নৌ পথে নিয়মিত ট্রিপের পাশাপাশি বিশেষ সার্ভিসের ব্যবস্থা করে নৌ পরিবহন কর্তৃপক্ষ। এবার ঈদের ছুটি শুরু হয়েছে বৃহস্পতিবার। ওইদিন রাজধানী থেকে গ্রামমুখী মানুষের স্রোত নামে পথে পথে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ যাত্রীর ভরসা নৌপথ। বৃহস্পতিবার রাতে সদরঘাট থেকে বরিশালগামী প্রতিটি লঞ্চ ছিল যাত্রীতে টইটম্বুর। রাত ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে ঢাকা থেকে আগত লঞ্চগুলো বরিশাল নদী বন্দরে যাত্রী নামিয়ে ফের ঢাকার উদ্দেশে ছেড়ে যায় পরবর্তী দিনের যাত্রী পরিবহন করতে। আর এটাইকে বলে নৌ পথের ‘স্পেশাল সার্ভিস’।
এদিকে লঞ্চের স্পেশাল সার্ভিসের কারণে মধ্য রাতে নদী বন্দরে রেখে যাওয়া দূর-দূরান্তের যাত্রীদের বিনামূল্যে নগরীর দুই প্রান্তে রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনালে পৌঁছে দিতে বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন সিটি মেয়র। কোনো ভোগান্তি ছাড়াই নদী বন্দর থেকে বিনা ভাড়ায় দুটি বাস টার্মিনালে যেতে পেরে খুশি যাত্রী সাধারণ। এর আগে এমন সুযোগ কখনও পাননি বলে জানান তারা।
এদিকে, লঞ্চ থেকে নামা অসুস্থ ও বয়স্ক যাত্রীদের বাসে তুলে দিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে ছাত্রলীগ। মাইকে ঘোষণা করা হয় কোন গন্তব্যের ফ্রি বাস কোথায় রাখা আছে। ট্রলি নিয়ে বিভিন্ন লাগেজ ও ব্যাগ তুলে দিয়ে সহায়তা করছে তারা। এছাড়া নদী বন্দরে মেডিকেল ক্যাম্পও রয়েছে সিটি কপোরশেনের। নিজে উপস্থিত থেকে এই কার্যক্রম তদারকি করেন মেয়র সাদিক।
ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যেই এই ফ্রি বাস সার্ভিস চালু করার হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। আগামীতেও এই সার্ভিস অব্যাহত রাখার কথা বলেন তিনি।
এদিকে, ঘরমুখো মানুষের সার্বিক নিরাপত্তাসহ ট্রাফিক ব্যবস্থাপনায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই রাতে পুলিশের কার্যক্রম তদারককারী বিএমপি’র উপ-কমিশনার খান মো. আবু নাসের। ঈদের আগে আগামী ২ মে রাত পর্যন্ত এই ফ্রি বাস সার্ভিস চালু থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/এমআই