গাজীপুরে জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গাজীপুর পুলিশ লাইনস্ প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।
গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহর সভাপতিত্বে ইফতার মাহফিলে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, সংরক্ষিত মহিলা আসনের এমপি সামসুন নাহার ভ‚ইয়া, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরেআলম মিনা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: বরকতুল্লাহ খান, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা ইফতারে অংশ নেন। ইফতারের আগে মোনাজাতে অংশ নেন অতিথিরা।
বিডি প্রতিদিন/হিমেল