আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।
প্রধান আলোচক ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া।
জাতীয় শ্রমিক পার্টির সদস্য এজাজ আহমেদ খানের সভাপতিত্বে এ সময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আইন ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, যুগ্ম-মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত শিকদার আনিসুর রহমান বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন