খুলনায় ঈদের দিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার (৩ মে) সকাল সোয়া ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হয়। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। বিকালে ও সন্ধ্যার পর আরও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে কয়েকদিনে টানা ভ্যাপসা গরমের পর দীর্ঘক্ষণ বৃষ্টিতে স্বস্তি দেখা দিয়েছে। সেই সাথে রয়েছে বিড়ম্বনাও। সকালে মুসল্লিরা বিভিন্ন স্থানে খোলা ময়দানে ঈদের নামাজ আদায়ের পর বাড়ি ফেরার পথে ধুলো ঝড় ও বৃষ্টির কবলে পড়েন। খুলনায় দৌলতপুর খালিশপুর সোনাডাঙ্গা রূপসা ও বটিয়াঘাটা এলাকায় বৃষ্টি হয়েছে। জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে সার্কিট হাউস ময়দানে ঈদের প্রথম জামাত শেষ হওয়ার পর ও সকাল ৯টায় টাউন জামে মসজিদে দ্বিতীয় জামাত শুরু হওয়ার আগ মুহূর্তে বৃষ্টি শুরু হয়।
শেখপাড়া শেখের গাঁ জামে মসজিদে নামাজ আদায় করা মুসল্লি ডা. ফরিদ উদ্দিন বাদল বলেন, নামাজ শেষ হওয়ার পরপরই উত্তর-পশ্চিম কোন থেকে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। মুহূর্তে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। নামাজের পর অনেকে কোলাকুলি, কবর জিয়ারতের ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি। এছাড়া ঈদের দিন সকালে ছোট ছেলে-মেয়েরা দল বেধে রাস্তায় ঘোরাঘুরি করলেও বৃষ্টিতে এবার তা হচ্ছে না। ঘরে বসেই সকলে ছুটির অলস সময় পার করছেন। তবে বৃষ্টিতে চারপাশের পরিবেশ ঠাণ্ডা ও সতেজ হয়েছে।
খুলনা আবহাওয়া অফিসের প্রধান কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, কালবৈশাখী মৌসুম হওয়ায় আজ সারাদিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। সকাল সোয়া ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত ৮-১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দুপুরের পর আবহাওয়া কিছুটা উন্নতি হলেও বিকালে ও সন্ধ্যায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর