২৩ মে, ২০২২ ১৪:৪৬

লালকুঠির সামনে থেকে দ্রুত লঞ্চ টার্মিনাল সরানোর নির্দেশ মেয়রের

অনলাইন ডেস্ক


লালকুঠির সামনে থেকে দ্রুত লঞ্চ টার্মিনাল সরানোর নির্দেশ মেয়রের

শেখ ফজলে নূর তাপস

পুরান ঢাকার লালকুঠির সামনে থেকে দ্রুত লঞ্চ টার্মিনাল সরানোর জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডাব্লিউটিএ) নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সোমবার লালকুঠিতে অনুষ্ঠিত ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রজেক্টের প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ নির্দেশ দেন।

তিনি বলেন, এখানে বিআইডাব্লিউটিএ-এর কর্মকর্তা আছেন, আমি তাদের নির্দেশনা দিচ্ছি যে- আজকে থেকেই দ্রুত গতিতে ঢাকার ঐতিহ্যবাহী নদীগুলোর সামনে থেকে অবৈধ স্থাপনা এবং লঞ্চ টার্মিনালগুলো সরিয়ে নেওয়া হোক।

মেয়র বলেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী এগুলোকে সরাতে হবে। এটি কীভাবে করবেন তা আপনারা জানেন, আমি না। আমি শুধু জানি ঢাকাকে নতুন করে সাজাতে হবে। শুধু লালকুঠি বা নর্থব্রুক না, বরং আমরা নতুন করে গড়ে তুলবো আমাদের পুরো ঢাকাকে। ঢাকাকে ঐহিহ্যের ঢাকায় রূপান্তর করবো।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর