২৭ মে, ২০২২ ১৭:৪৯

কুমিল্লা সিটি নির্বাচনে ঘুড়ি-আনারস নিয়ে টানাটানি!

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি নির্বাচনে ঘুড়ি-আনারস নিয়ে টানাটানি!

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার প্রতীক বরাদ্দের সময় সংরক্ষিত ৩নং ওয়ার্ডে আনারস দাবি করেন ফাতেমা আক্তার ও রাশেদা বেগম। তাদের মধ্যে লটারি করেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। লটারিতে ভাগ্য খোলে রাশেদা আক্তারের।

৩নং সাধারণ ওয়ার্ডে ঘুড়ি দাবি করেন মনিরুল আলম, সরকার মাহমুদ জাবেদ ও মুরাদ মিয়া। বাধ্য হয়ে লটারি করতে হয় রিটার্নিং কর্মকর্তাকে। ঘুড়ি এসে উড়তে শুরু করে মুরাদ মিয়ার আকাশে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র ৫৩টি, সংরক্ষিত ১০টি ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীদের জন্য ১২টিসহ মোট ৭৩ টি প্রতীক রয়েছে। প্রার্থীরা দেয়ালে টানানো প্রতীক থেকে পছন্দের প্রতীক বেছে নিয়েছেন।

উল্লেখ্য, কুসিকের ভোটের মাঠে পাঁচজন মেয়র প্রার্থী। সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর